স্নান করি শ্রীগৌরাঙ্গ বসিলেন দিব্যাসনে
ডাইনে বামে নিতাই গদাই।
অদ্বৈত সম্মুখে বসি অন্নাদি পারশ করে
শ্রীবাস যোগায় ধাই ধাই।।
আহা মরি মরি কিবা অভিষেকানন্দ।
নিতাই গদাই সহ ভোজনে বসিলা গোরা
আনন্দে নেহারে ভক্তবৃন্দ।।ধ্রু।।
ভোজন সমাপি গোরা করিলেন আচমন
অদ্বৈত তাম্বূল দিলা মুখে।
নরহরি পাশে থাকি তিনরূপ নিরখিছে
চামর ঢুলায় অঙ্গে সুখে।।
সচন্দন তুলসী পত্র গোরার চরণে দিয়া
আচার্য্য ‘কৃষ্ণায় নমঃ’ বলে।
কহে এ গোবিন্দ ঘোষ হরিধ্বনি ঘন ঘন
করিতে লাগিল কূতূহলে ।।