কনয়া কষিল মুখশোভা।
হেরইতে জগমনলোভা।।
জিনি চাঁদে গোরা মুখ হাস।
পরিধান পীত পট্টবাস।।
অঙ্গের সৌরভ লোভ পাইয়া।
নবীন ভ্রমরী আইল ধাইয়া
ঘুরি ঘুরি বুলে পদতলে।
গুন গুন শবদ রসালে।।
গোবিন্দ ঘোষের মনে জাগে।
গোরা না দেখিলে বিষ লাগে।।