গোরাচাঁদ কিবা তোমার বদন মণ্ডল।
কনক কমল কিয়ে শারদ পূর্ণিমা শশি
নিশি দিশি করে ঝলমল।।
তোমার বরণ খানি জনু হরিতল জিনি
কিয়ে থির বিজুরি জিনিয়া।
কিয়ে নব গোরোচনা কিয়ে দশবাণ সোনা
মনমথ মন মোহনিয়া।।
খগপতি জিনি নাসা অমিয়া মধুর ভাষা
তুলনা না হয় ত্রিভুবনে।
আকর্ণ নয়ান বাণ ভুরু ধনু সন্ধান
কটাক্ষ হানয়ে নারী মনে।।
আজানুলম্বিত ভূজ বিলোপিত মলয়জ
অঙ্গুরী বলয়া তাহে সাজে।
সিংহ জিনি মধ্য সরু হেমরম্ভা জিনি ঊরু
চরণে নূপুর বঙ্করাজে।।
জিনি ময়মত্ত হাতী হংসরাজ জিনি গতি
দেখিয়া এ হেন রূপ রাশি।
কহয়ে গোবিন্দ ঘোষ মোর মনে সন্তোষ
নিছনি যাইয়ে হেন বাসি।।