শ্রীরূপ মঞ্জুরী দয়া করহ আমারে।
মিছা মায়াজালে পড়ি গেনু ছারে খারে।।
কবে হেন দশা হবে সখী সঙ্গ পাব।
বৃন্দাবনের ফুল গাঁথি দোঁহারে পরাব।।
সম্মুখে রহিয়া কবে চামর ঢুলাব।
অগুরু চন্দন গন্ধ দুহুঁ অঙ্গে দিব।।
সিন্দূর তিলক কবে দোঁহাকে পরাব।
সখীর আজ্ঞায় কবে তাম্বূল যোগাব।।
বিলাস কৌতুক কেলি দেখিব নয়নে।
চন্দ্রমুখ নিরখিব বসায়ে সিংহাসনে।।
সদা সে মাধুরী দেখি মনের লালসে।
কত দিনে হবে দয়া নরোত্তমদাসে।।