সখাগণ সনে লয়্যা ধেনুগণে
গেল জবুনার তিরে ।
কুটিলে আসিয়্যা কহিচে রূসিয়্যা–
“বাঁশীতে ডাকিল তোরে।।
ধনি, এম(ন) চাতুরি তোর।
রাখালের সাথে গোপত পিরিতে
বেন্ধ্যাচ প্রেমের ডোর।।
সে জখন জায় ফিরি ফিরি চায়
তোমি বসে ঝরকাতে।
আমি সব জানি কুল-কলঙ্কিনি,
কালি দিলি এ কুলেতে।।
সেই হতে তোর শ্রীমুখমণ্ডল
মলিন হইয়্যা গেছে।
চিত চঞ্চল নয়ান জুগল
প্রেমেতে পুরিয়া আছে।।”
চণ্ডীদাস বলে– “কুলবতী হলে
সকলি সহিতে হয়।
এত শুনি ( ) কহে বিনোদিনি
কহিতে উচিত নয়।।”