সখাহে সে ধনী কে কহ বটে।
গোরোচনা গোরী নবীনা কিশোরী
নাহিতে দেখিনু ঘাটে।।
কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি
সরু সরু শশিকলা।
মাজিতে উদয় সুধু সুধাময়
দেখিয়া হইনু ভোলা।।
নাহিয়া উঠিতে নিতম্ব তটীতে
পড়েছে চিকুররাশি।
কালিয়া আঁধার কনক চাঁদার
শরণ লইল আসি।।
চলে নীল শাড়ী নিঙ্গাড়ি নিঙ্গাড়ি
পরাণ সহিতে মোর।
সেই হৈতে মোর হিয়া নহে স্থির
মনমথজ্বরে ভোর।।
এ দাস লোচন কহিছে বচন
শুনহ নাগর চান্দা।
সে যে বৃষভানু রাজার নন্দিনী
নাম বিনোদিনী রাধা।।