সখি নাহি বোলহ আর।
হাম ফল পায়লুঁ তার।।
সহজই মতি গতি বাম।
তৈছন হই পরিণাম।।
যৈছে গরবে হিয়া পূর।
সো অব হোয়ল চূর।।
অবহুঁ না রহত পরাণ।
সমুচিত কয়লহি মান।।
যৈছে রহয়ে মঝু দেহ।
সোই করহ অব থেহ।।
তুহুঁ যদি না পুরবি আশ।
কি কহব বলরাম দাস।।