সখি মুখে শুনি শ্যামনাম মুরলী এক মুরতিক
হিয়া মাহ হোয়ল আশ।
কাতর অন্তরে প্রিয়সখী মুখ হেরি
গদ গদ কহতহি ভাষ।।
(সজনি কি কহব কহন না যায়।
অপরূপ শ্যাম নাম দুই আখর
তিলে তিলে আরতি বাঢ়ায়।।
মুনি-মন-মোহন মুরলী খুরলী শুনি
ধৈরজ ধরন না যাতি।
মনোরম গুণগণ গুণিজন গানে শুনি
চিত রহল তঁহি মাতি।।
বিদগধ সুন্দর কহত দূতীবর
ভট্ট কীরিতি যশ গায়।।
শুনি শুনি উনমত চিতে ভেল মনমথ
চপল জীবন দোলায়।।
শিখণ্ড শেখর শ্যাম রূপে গুণে অনুপাম
স্বপনে দেখিলুঁ যুবরায়।।
ফলকে তাঁহারি রূপ মদন মোহন ভূপ
বলে উঠি ধরিবারে ধায়।।
ধেনুক বধের দিনে সকল সখার সনে
দিঠিতে পড়িলাম আমি তার।
আপনা ভুলিয়া গেলু লাজ ভয় হারাইলু
জ্ঞানদাস কম্প অনিবার।।)