সখীর বচন শুনি, বিদগধ নাগর,
আকুল অথির পরাণ।
তুরিতহি গমন কয়ল রাই পাশহি,
ঢর ঢর সজল নয়ান।।
কহ সখি কৈছে মিটায়ব মান।
হামে পরিবাদ করয়ে যত রঙ্গিণি
হাম যৈছে তুহু পরমাণ।।
তাহা বিনু নিশিদিশি, মনে নাহি ভাওই ,
সো মুখ সতত ধিয়ান।
ও মধু বোল শ্রবণে লাগি রহু তছু গুণ
করি হাম গান।।
এত কহি মাধব মিললি রাই পাশ,
খাড়ি রহল তহি যাই।
ধনি দেখি মানিনি নাগর কাতর
জ্ঞানদাস মুখ চাই।।