সখীর বচন শুনি হিয়া উতরোল।
কহই না পারই গদগদ বোল।।
নয়নে বহয়ে ঘন আনন্দ লোর।
পদ আধ চলে রাই সখি করি কোর।।
আবেশে সখীর অঙ্গে হেলাইয়া অঙ্গ।
চলে বা না চলে অতি রসের তরঙ্গ।।
জ্ঞানদাস কহে চল ঝট কুঞ্জে যাই।
প্রেমধন দিয়া তুমি কিনহ কানাই।।
সখীর বচন শুনি হিয়া উতরোল।
কহই না পারই গদগদ বোল।।
নয়নে বহয়ে ঘন আনন্দ লোর।
পদ আধ চলে রাই সখি করি কোর।।
আবেশে সখীর অঙ্গে হেলাইয়া অঙ্গ।
চলে বা না চলে অতি রসের তরঙ্গ।।
জ্ঞানদাস কহে চল ঝট কুঞ্জে যাই।
প্রেমধন দিয়া তুমি কিনহ কানাই।।