সখী বলে শুন রাই করি নিবেদন।
এক নাপিতানী ধরে শ্যামল বরণ।।
মথুরা নগরে ঘর আইল কামাবারে।
তুমার নাম করি ডাকি আনিলুঁ তাহারে।।
রাধা বলে কামাইব আনহ তাহারে।।
শুনি সখী ধাঞা গিঞা কহিল তাহারে।।
রাধিকার আজ্ঞা হইল আস্য আমার সনে।
শুনিয়া নাগর বড় আনন্দিত মনে।।
পুলকে পূরল তনু গেল রাধার কাছে।
শ্যামবর্ণ দেখি তবে বিনোদিনী পুছে।।
শুনিলুঁ তোমার ঘর মথুরা নগরে।
নগরে নগরে ফির কামাবার তরে।।
তোমার বরণখানি দেখি হই সুখী।
তোমার তুলনা রূপ কোথাও না দেখি।।
অবিরত সেবা করি থাক মোর কাছে।
মথুরা নগরে আর না পাবে যাইতে।।
বৃদ্ধ পতি আছে মোর মথুরা নগরে।
তিল আধ আমা ছাড়া রহিবারে নারে।।
এতেক বচন শুনি বিনোদিনী হাসে।
ত্বরাএ কামাতে বৈস কহে জ্ঞানদাসে।।