সখী ভয়ে ভাব গোপত করি মুগধিনী
অন্তরে করই বিচার।
বাকর নামে মোহে সব কুলবতী
না জানি কৈছে রূপ তার।।
হরি হরি কি করব কাঁহা হাম যাব।
কুলবনিতা করি বিহি নিরমাওল
কৈছনে দরশন পাব।।
যো ইহ সঙ্গিনী সো পরিবাদিনী
অন্তর খোলব কায়।
যে হউ সে হউ হাম অবশি নিহারব
ইথে কুল রহু বরু যায়।।
মনমাহা ঐছে যুগতি করি কামিনী
নাম উদ্দীপন কাজে।
নীলকণ্ঠ সঞে কমল উঠাইতে
চলু ধনী কুণ্ডক মাঝে।।