পূজিতে ভানু বৃকভানুক নন্দিনী কুসুম উঠাইতে চলিলা। মনসুখে ভ্রমণ করত ধনী সব বন সঙ্গে বিশাখিকা সরলা।। সুকুসুম কুঞ্জে পুঞ্জ গুঞ্জাফল ধনী মন বঞ্চল তায়। নাগর রঙ্গিনী বঙ্ক নেহারই সখী পয়ে কহত উঠায়।। ঈষৎ হাসি তব কহতহি সহচরী না যাইহ কুঞ্জকুটীরে। অঞ্জন সুমন বরণ এক দেববর অনুখণ ফিরত অধীরে।। মুগধিনী বেরি বেরি বারহু তোয়। অভিরূপ হেরি […]
keyboard_arrow_right