• অবহি তুঁহু সুমনি ফেরি কাহে পুছসি
    অবহি তুঁহু সুমনি ফেরি কাহে পুছসি কি বুঝি রিঝলি শুনি নাম। পুলকে পুষ্ঠ তনু নষ্ট ধৈর্য্য ধন স্পষ্ট বুঝাওল কাম।। সহচরী বোলে দোলে সব তনু মন ভাব গোপত করি রাই। কহে কাহে ঝুটমুট মোহে দোষসি সখি পুছ না অতনুক ঠাঁই।। নিজ জন হোই কাম তুয়া ঐছন অলপে উঠায়সি বাদ। নীলকণ্ঠ কহে কি তুঁহু ছাপায়বি সতি […] keyboard_arrow_right
  • থর থর কাঁপই নাম শ্রবণে ধনী
    থর থর কাঁপই নাম শ্রবণে ধনী দর দর লোচনে নীর। জর জর অন্তর স্মরশর লাগল ভাঁগল আগল ধীর।। লোর সমারি কোরে মুখ রাখত হেরি বদন সখী চাহ। যাকর নাম কহলি তুহুঁ মঝু পত্র তাকর রূপ শুনাহ।। পিশুন বাণে বিকল মৃগী ঝুমত তাহে জানি বাজল শেল। তৈখনে রূপ সহ নাম শুনল ধনী মরমে ভেদি রহি গেল।। […] keyboard_arrow_right
  • পূজব অর্ক তর্ক করি বিধুমুখী
    পূজব অর্ক তর্ক করি বিধুমুখী সুখে পদ্ম তুলি যাই। চীর সম্ভারি নীর মাহা পৈঠল থির নহত মন তাই।। করে করি কমলিনী নীল কমল এক নীর সঞে উঠল তীর। শ্যামনাথ মধু হৃদয় মাতায়ল টলবল চলত অধীর।। কমলিনী ধীরে চলত নিজ গেহ। ঘনে ঘনে তনু জ্যোতি পুলক বিথারই ঘনে ঘনে চহু দিশে চাহ।। নিজ গৃহে বৈঠল কমল […] keyboard_arrow_right
  • পূজিতে ভানু বৃকভানুক নন্দিনী
    পূজিতে ভানু বৃকভানুক নন্দিনী কুসুম উঠাইতে চলিলা। মনসুখে ভ্রমণ করত ধনী সব বন সঙ্গে বিশাখিকা সরলা।। সুকুসুম কুঞ্জে পুঞ্জ গুঞ্জাফল ধনী মন বঞ্চল তায়। নাগর রঙ্গিনী বঙ্ক নেহারই সখী পয়ে কহত উঠায়।। ঈষৎ হাসি তব কহতহি সহচরী না যাইহ কুঞ্জকুটীরে। অঞ্জন সুমন বরণ এক দেববর অনুখণ ফিরত অধীরে।। মুগধিনী বেরি বেরি বারহু তোয়। অভিরূপ হেরি […] keyboard_arrow_right
  • প্রিয়সখী বদনে পূরবে ধনী শুনইতে
    প্রিয়সখী বদনে পূরবে ধনী শুনইতে শ্রবণরসায়ন নাম। ততহি চিত নিজ হিত না মানল জাগল অভিনব কাম।। অব পুন ভাটক মুখে। নাম অমিয়া সম যুবতি মনোরম শুনি পুন পড়ল বিপাকে।। প্রেমে অঙ্গ ভরু নয়নে নীর ঝরু গদগদ কণ্ঠক রাব। অনুমানে সকল সঙ্গিগণে জানল নামক ইহ পরভাব।। ললিতা ছল করি কহত কলাবতি সজল নয়ন কথি লাগি। নীলকণ্ঠ […] keyboard_arrow_right
  • ভাটগণে মহারাজ নন্দভবন সঞে
    ভাটগণে মহারাজ নন্দভবন সঞে আনল ষোষ সমাজ। অভিমন্যু ঘেরি সকল গোপগণ বৈঠল করই সুসাজ।। ভাটক নাম শুনি ধনী তুরিতহি বৈঠল উপর অটালি। আধ কবাট মোচন করি শুনত সঙ্গী রঙ্গী সব আলি।। সোই নন্দ যশ কহই কহত পুন নন্দলাল গুণ গাহি। নেহাল করল অতি মোহে ভূখন দেই মগন হইলু রূপ চাহি।। চিকণ শ্যাম বনফুল হার উরে […] keyboard_arrow_right
  • মদন ধূম তহি অন্তরে ঊয়ল
    মদন ধূম তহি অন্তরে ঊয়ল ধিকি ধিকি উঠ ত্বরা তাত। ছটফটি চীতে ত্বরিত উঠি চললহি প্রিয় সহচরী করি সাথ।। সুন্দরী অতি নিরজন অনুমানি। বিশাখা সখী শাখা ধরি শশিমুখী সখীস্থলী করল পয়ানি।। ঐছন সময়ে নীপমূলে নায়র বায়ল বিনোদিয়া বাঁশী। খগ মৃগ শাখী নারী পুরুষ যত সব চিত করল উদাসী।। প্রেমমূলক ভরু থর থর কাঁপই মুনিমানস ভুলি […] keyboard_arrow_right
  • সখী ভয়ে ভাব গোপত করি মুগধিনী
    সখী ভয়ে ভাব গোপত করি মুগধিনী অন্তরে করই বিচার। বাকর নামে মোহে সব কুলবতী না জানি কৈছে রূপ তার।। হরি হরি কি করব কাঁহা হাম যাব। কুলবনিতা করি বিহি নিরমাওল কৈছনে দরশন পাব।। যো ইহ সঙ্গিনী সো পরিবাদিনী অন্তর খোলব কায়। যে হউ সে হউ হাম অবশি নিহারব ইথে কুল রহু বরু যায়।। মনমাহা ঐছে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ