পূজব অর্ক তর্ক করি বিধুমুখী
সুখে পদ্ম তুলি যাই।
চীর সম্ভারি নীর মাহা পৈঠল
থির নহত মন তাই।।
করে করি কমলিনী নীল কমল এক
নীর সঞে উঠল তীর।
শ্যামনাথ মধু হৃদয় মাতায়ল
টলবল চলত অধীর।।
কমলিনী ধীরে চলত নিজ গেহ।
ঘনে ঘনে তনু জ্যোতি পুলক বিথারই
ঘনে ঘনে চহু দিশে চাহ।।
নিজ গৃহে বৈঠল কমল শেজ পর
তনু সঞে চীর উতারি।
ছরম জানি সখি দেয়ত বদনপর
বাসিত সুশীতল বারি।।
কাঞ্চন লতি অতি চামর বীজই
মুখ হেরি মনে মনে বাঁচি।
রাধা তনু বনে মদন কি ঊয়ল
নীলকন্ঠ কহে সাচি।।