ভাটগণে মহারাজ নন্দভবন সঞে
আনল ষোষ সমাজ।
অভিমন্যু ঘেরি সকল গোপগণ
বৈঠল করই সুসাজ।।
ভাটক নাম শুনি ধনী তুরিতহি
বৈঠল উপর অটালি।
আধ কবাট মোচন করি শুনত
সঙ্গী রঙ্গী সব আলি।।
সোই নন্দ যশ কহই কহত পুন
নন্দলাল গুণ গাহি।
নেহাল করল অতি মোহে ভূখন দেই
মগন হইলু রূপ চাহি।।
চিকণ শ্যাম বনফুল হার উরে
শিরে শিখণ্ডক শোহে।
চাঁচর চিকুর চূড় ফুলে মণ্ডিত
মদন মানস সেহ মোহে।।
নয়ন বিশাল মনসিজ লাগল
করগ বীজ জিনি দন্ত।
মৃদু মৃদু হাসি ভাষি তনু মোড়ই
ঘন ঘন দোলত ছলন্ত।।
শাল দোশাল বিশাল অঙ্ক পর
শির পর পেঁচ উঠায়।
দীঘল বাহুবর বামে মুরলীধর
পীত বসন ফড়কায়।।
শুনলুঁ হাম শ্রীকৃষ্ণ নাম তছু
সোই হরল মঝু চিত।
নীলকণ্ঠ কহে চির সঞে জানলুঁ
নাম রূপ কেবল পিরীত।।