ভাণ্ডীর কাননে চলে ধেনুগণে
সকল রাখাল মেলি।
নানামত খেলা সকল রাখালে
দিয়ে উঠে করতালি।।
আর যত লীলা বিস্তার আছয়ে
ভাগবত-সুখ-কেলী।
সংক্ষেপে-রচনা কিছু কিছু আছে
কেবল ফুটক বলি।।
আর পরমাদ পড়িল সংশয়
গোকুলে নন্দের ঘরে।
এ কথা না জানে কৃষ্ণ বলরাম
গোঠের লীলাতে ভোলে।।
নানামত খেলা সকল রাখাল
খেলয়ে মনের সনে।
অবসান কাল আসিয়া হইল
জানিল বালকগণে।।
“আজিকার মত খেলা সমাধিয়া
চলহ গোকুল-পুরে।
কালি আসি বনে খেলাব যতনে
শুন ভাই হলধরে।।
জড় কর পাল সকল রাখাল
সিঙ্গাতে দেহত সান।”
চলি যায় সব রাখাল-মণ্ডল
দ্বিজ চণ্ডীদাস গান।।