মদন ধূম তহি অন্তরে ঊয়ল
ধিকি ধিকি উঠ ত্বরা তাত।
ছটফটি চীতে ত্বরিত উঠি চললহি
প্রিয় সহচরী করি সাথ।।
সুন্দরী অতি নিরজন অনুমানি।
বিশাখা সখী শাখা ধরি শশিমুখী
সখীস্থলী করল পয়ানি।।
ঐছন সময়ে নীপমূলে নায়র
বায়ল বিনোদিয়া বাঁশী।
খগ মৃগ শাখী নারী পুরুষ যত
সব চিত করল উদাসী।।
প্রেমমূলক ভরু থর থর কাঁপই
মুনিমানস ভুলি গেল।
অবুধিনী নারী মদনমদে মাতল
মানিনী মান ছোড়ি দেল।।
যমুনা নীর কঠিন সম হোয়ল
ক্ষিতি অতি পুলকিত হোই।
দরবল পাথর ভানু থকিত রহু
সবে সুধ বুধ সব খোই।।
চঞ্চল পবন আপন গতি বিছুরল
গাভীনয়নে বহে নীর।
খগগণ বদন চার সব গীরত
বাছুরি না পীয়ই ক্ষীর।।
মৃগীগণ মুখে কবল করি ধাওত
পথ ভুলি পড়লহি ফান্দে।
নীলকণ্ঠ কহে ফুল তেজি মধুকর
ধরণী গড়ি যাই কান্দে।।