প্রিয়সখী বদনে পূরবে ধনী শুনইতে
শ্রবণরসায়ন নাম।
ততহি চিত নিজ হিত না মানল
জাগল অভিনব কাম।।
অব পুন ভাটক মুখে।
নাম অমিয়া সম যুবতি মনোরম
শুনি পুন পড়ল বিপাকে।।
প্রেমে অঙ্গ ভরু নয়নে নীর ঝরু
গদগদ কণ্ঠক রাব।
অনুমানে সকল সঙ্গিগণে জানল
নামক ইহ পরভাব।।
ললিতা ছল করি কহত কলাবতি
সজল নয়ন কথি লাগি।
নীলকণ্ঠ কহে কি তুহুঁ না জানসি
নাম মরমে রহু লাগি।।