সঙ্গে সহচর গৌরাঙ্গ সুন্দর
দেখিয়া পথের মাঝে।
ওরূপ দেখিয়া চিত বেয়াকুল
ভুলিল গৃহের কাজে।।
সজনি গোরারূপে মদন মোহে।
সতী কুলবতী এমতি হৈল
আর কি ধৈরজ রহে।।
মদন ধনুয়া ধনুক জিনিয়া
নয়ানে গাঁথিয়া বাণ।
মুখ শশধর বান্ধুলী অধর
হাসি সুধা নিরমাণ।।
বসন ভূষণ কতেক ধরণ
চরণ চলন শোভা।
গোপাল দাস কহে শচীর দুলাল
মুনির মানস লোভা।।