সজনি, কি আর লোকের ভয়।
ও চাঁদ বদনে, নয়ন ভুলিল, আর মনে নাহি লয়।।
অপযশ ঘোষণা যাক দেশে দেশে, সে মোর চন্দন চূয়া।।
শ্যামের রাঙা পায় এ তনু সঁপেছি, তিল তুলসীদল দিয়া।।
কি মোর সরম, ঘর ব্যবহার তিলেক না সহে গায়।
জ্ঞানদাস কহে, এ তনু নিছিনু শ্যামের ও রাঙা পায়।।