সরুপ কথা কামিনি সুনু ।
পরহি আগে কহহ জনু।।
তোঁহ অতি নিঠুরি ও অনুরাগী।
সগরি নিসি গমাবএ জাগী।।
এ রে রাধে জানি ন জান।
তোরি বিরহে বিমুখ কাহ্ন।।
তোরী এ চিন্তা তোরিএ নাম।
তোরি কহিনী কহএ সব ঠাম।।
অরু কী কহব সিনেহ তোর।
সুমরি সুমরি নয়ন নোর।।
নিতে সে আবএ নিতে সে জাএ।
হেরইত হসইত সে ন লজাএ।।
ন পিন্ধ কুসুম ন বান্ধ কেস।
সবহি সুনাব তোর উপদেস।।