সহচরি-কর- পল্লব ধরি সুন্দরি
কহতহিঁ গদগদ ভাষ।
নাগর দরশ- পরশ-রস লালসে
জীবন পড়ল নিরাশ।।
সজনি বহুত মিনতি করি তোয়।
ছল করি গুরুজন মন্দির পরিহরি
নাহ মিলাওবি মোয়।।
নব নব গোপ সঙ্গে যদুনন্দন
করতহিঁ গোঠ-বিহার।
বিরহ-বেয়াধি কহই নাহিঁ পারিএ
তহিঁ করহ অভিসার।।
আধ পলক যদি করহ বিলম্বন
তবহিঁ মরব তুয়া আগে।
সহচরি দীন- বন্ধু শুনি সাজল
রাই সঙ্গে অনুরাগে।।