সহজহি ভূধর পরম মনোহর
তাহিঁ নিকুঞ্জবর সাজ।
কুসুম সুশোহন পরিজন লোচন-
রোচন তলপক মাঝ।।
দেখ সখি যুগল কিশোর।
অতিতর রাতি সুমাতি নটন রসে
ছরমহি বৈঠল ভৈ অতি ভোর।।
মদভরে লোচন লহু লহু ঘূরত
অন অন অপঘন করু অবলম্ব।
দুহুঁজন কন্ধরে দুহুঁ ভুজ বল্লরি
বিগলিত কেশ বেশ নিবিবন্ধ।।
শ্যামরু বাম কপোল বিরাজিত
নাগরি দখিণ কপোল।
কাঞ্চন দরপণ মরকত দাপণি
আধ ঝলকে ছবি লোল।।
নাগর সরস হৃদয় তট লম্ভিত
নাগরি আধ উরোজ।
শ্যামর সাগরে আধ ডুবায়ল
যৈছন হেম সরোজ।।
বিগলিত নীলিম পটহি পীত পট
আধ আধ লপটাই।
জনু ঘন দামিনি এ দুহুঁ দরশ লোভে
শেজ মাহি গড়ি যাই।।
হেরি হেরি রূপ অনূপ শোহায়নি
মঝু মন ভৈ গেল অতি লুবধাই।
এ কৃষ্ণকান্ত নিতান্ত সুখ শেজহি
কব হেরব তহি দুহুঁক শুতাই।।