সাকর সূধ দুধে পরিপূরল
সানল অমিঅক সারে।
সেহে বদন তোর অইসন করম মোর
খারে পএ বরিসএ ধারে।।
সাজনি পিসুন বচন দেহে কানে।
দেহ বিভিন্ন বিধাতা আইতি
তোরা মোরা একে পরানে।।
কোপহু সয়ঁ জদি সমদি পঠাবহ
বচনে ন বোলহ মন্দা।
তোর বদনসন তোরে বদন পএ
খার ন বরিসয় চন্দা।।
চৌদিস লোচন চমকি চলাবসি
ন মানসি কাহুক সঙ্কা।
তোর মুহ সয়ঁ কিছু ভেদ করাওব
তে দেল চাঁদ কলঙ্কা।।