সুন্দরি হে তোঁ সুবুধি সেয়ানি।
মরী পিয়াস পিয়াবহ পানি।।
কে তোঁ থিকাহ ককর কুল জানি।
বিনু পরিচয় নহি দিব পিঢ়ি পানী।।
থিকহুঁ বিওগ ভরসি সংসার।।
আবহ বৈসহ পিব লহ পানি
জে তোঁ খোজবহ সে দিব আনি।।
সসুর ভৈঁসুর মোর গেলাহ বিদেস ।
স্বামিনাথ গেল ছথি তনিক উদেস।।
সাসূ ঘর আহ্নরি নৈন নহিঁ সূঝ।
বালক মোর বচন নহিঁ বুঝ।।
ভণহি বিদ্যাপতি অপরূপ নেহ।
জেহন বিরহ হো তেহন সিনেহ।।