সুপুরুস ভাসা চৌমুখ বেদ।
এত দিন বুঝল অছল নহি ভেদ।।
সতহি অছ সব মন জাগ।
তোহ বোলি বিসরল হমর অভাগ।।
চল চল মাধব কী কহব জানি।
সময়ক দোসে আগি বম পানি।।
রয়নিক বন্ধব জা চন্দ।
ভল জন হৃদয় তেজএ নহি মন্দ।।
কলিজুগ গতিকে সাধু মন ভঙ্গ।
সবে বিপরীত করবি অনঙ্গ।।