সুবলের কথা শুনি উলসিত নন্দরাণী
চান্দমুখে চুম্ব দিঞা বলে।
ধেনুর শপথ করি বনে পাঠাইব হরি
একবার নয়নে দেখিলে।।
বাছা নিছনি লইঞা মরি তোর।
তিলে তিলে না দেখিলে হিয়া বিদরিঞা মরি
দেখাইঞা প্রাণ রাখ মোর।।
যাও যাও আন দেখি দেখিঞা জুড়াউ আঁখি
কত দূরে গেল নীলমণি।
কোমল চরণে পাছে কুশের অঙ্কুর বাজে
অই ভএ কান্দিছে পরাণি।।
না জানি কাহার সনে পাঠাইলে কোন বনে
অনেক সাধের মোর নিধি।
দীনবন্ধু দাস বলে ব্রজবালকের ছলে
বিবাদে লাগিল মোরে বিধি।।