সুরধুনীতীরে নব ভাণ্ডীরতলে।
বসিয়াছে গোরাচান্দ নিজগণ মেলে।।
রজনী কৌমুদী আর হিমঋতু তায়।
হিম সহ পবন বহয়ে মৃদু বায়।।
তাহি রচয়ে পহু ললিত শয়ান।
হেরয়ে ঘন ঘন চকিত নয়ান।
আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠয়ে।
বাসকসজ্জার ভাব জ্ঞানদাস কহে।।