সুবল বলিছে হাসিয়া হাসিয়া
কানুর পানেতে চেয়ে।
“চোরা ধেনু বনে রাখিতে নারিয়া
বুলেছ অনেক ধেয়ে।।
আমি সব জানি তোমার চরিত
ইহারা বুঝিবে কে।
অপার মহিমা লহনি গারিমা
কেহ সে জানয়ে কে।।
গোপত পিরিতি কেহ না জানয়ে
ব্রজ শিশুগণ যত।
এ কথা মরম তোমার গোচর
আনে কি জানিবে এত।।”
এ কথা কহিয়া ব্রজশিশু লয়া
গোধন রাখয়ে বনে।
কানাই আগেতে বলরাম তায়
কহিতে লাগিলা মনে।।
“তোমারে খুজিয়া আকুল হইয়া
না পাই তোমার দেখা।
কাঁদিয়া আকুল সবে বেয়াকুল
তোমার যতেক সখা।।”
চণ্ডীদাস কহে বলরাম আগে
ধেনু হারাইয়াছিল।
চোরা ধেনু সনে ফিরি বনে বনে
তেঁই সে বিলম্ব হল।।