সুরত পরিস্রম সরোবর তীর।
চন্দ উগি গেল সিসির সমীর।।
মধু নিসা বেবত ধনি ভেলি নীন্দ।
পুছিও ন গেলে মোহি নিঠুর গোবিন্দ।।
জাএ খনে দিতহু আলিঙ্গন গাঢ়।
জনি জুআর পরু সে খেল পাঢ়।।
জত জত করিতহু তত মন জাগ।
অনুসএ হীন ভেল অনুরাগ।।
সুরত পরিস্রম সরোবর তীর।
চন্দ উগি গেল সিসির সমীর।।
মধু নিসা বেবত ধনি ভেলি নীন্দ।
পুছিও ন গেলে মোহি নিঠুর গোবিন্দ।।
জাএ খনে দিতহু আলিঙ্গন গাঢ়।
জনি জুআর পরু সে খেল পাঢ়।।
জত জত করিতহু তত মন জাগ।
অনুসএ হীন ভেল অনুরাগ।।