* * * * * *
* * * *
সেই হৈতে মোর মন নাহি লয় সম্বরণ
নিরন্তর ঝুরে দুটি আঁখি।।
একলা মন্দিরে থাকি কভু তারে নাহি দেখি
সে কভু না দেখে আমারে।
আমি কুলবতী রামা সে কেমনে জানে আমা
কোন্‌ ধনী কহি দিল তারে।।
না দেখিয়া ছিনু ভাব দেখিয়া অকাজ হল
না দেখিলে প্রাণ কেন কাঁদে।
চণ্ডীদাস কহে ধনি কানু সে পরেশমণি
ঠেকে গেল্য মোহনিয়া ফাঁদে।।