সে প্রেম সামান্যেতে কি রাখা যায়। প্রেমে মজিলে ধর্মাধর্ম ছাড়তে হয়।।
দেখ রে প্রেমের লেগে হরি দিলেন দাসখত লিখে,
ষড়ৈশ্বর্য ত্যজিয়ে সেজে কাঙ্গাল হয়ে এলো নদীয়ায়।।
ব্রজে ছিল জলদ কাল, প্রেম সেধে গৌরাঙ্গ হল,
সে প্রেম কি সামান্য বল যে প্রেমের রসিক দয়াময়।।
প্রেম-পীরিতের এমনি ধারা এক মরণে দুইজন মরা,
ধর্মাধর্ম চায় না তারা, লালন বলে, প্রেমের রীতি তায়।।