সোই পিরিতি বিসম বড়।
আমার কপালে জে হব তো হৈল্য
তোমরা থাকিহ দড়।।
কানুর পিরিতি বড়ই বিসম
ছাড়িলে না জাঅ ছাড়া।
আমি সে ছাড়িলে পিরিতি না ছাড়ে
এ দুখ হএছে বাড়া।।
পিরিতি বলিয়া কিবা সে সজনি
ভুবনে আনিল কে।
মধুর বলিয়া জতনে খাইনু
তিতায়ে ভরিল দে।।
বহুত পিরিতি বহুত দুঃখে
অলপ পিরিতি ভাল।
হাসিতে হাসিতে পিরিতি করিয়া
কান্দি জনম গেল।।
না জানি কপট জেই সে নিপট
পিরিতে হইনু ভোর।
চণ্ডিদাস বলে কালার পিরিতি
দুখের নাহিক অোর।।