হরি হরি আর কি এমন দশা হব।
কবে বৃকভানুপুরে আহির গোপের ঘরে
তনয়া হইঞা জনমিব।।
জাবটে আমার কবে এ পাণি গ্রহণ হবে
বসতি করিব কবে তায়।
সখির পরম প্রেষ্ঠ যে তার হইব শ্রেষ্ঠ
সেবন করিব তার পায়।।
তিহোঁ কৃপাবান হঞা যুগল চরণে লঞা
আমারে করিবে সমর্পণ।
সফল হইবে দশা মনের পুরিবে আশা
সেবি দোহাঁর যুগল চরণ।।
বৃন্দাবনে দুইজন চতুর্দিগে সখিগণ
সেবন করিব তবে শেষে।
সখিগণ চারিভিতে নানা যন্ত্র লঞা হাতে
রহিব মনের অভিলাষে।।
দুহুঁ চান্দমুখ দেখি যুড়াব তাপিত আঁখি
নয়নে বহিবে অশ্রুধার।
বৃন্দার আদেশ পাঞা পরম আনন্দ হঞা
কবে হেন হইবে আমার।।
শ্রীরূপমঞ্জরী সখি মোরে অনাথিনী দেখি
রাখিবে রাতুল দুটি পায়।
নরোত্তম দাসের মনে প্রিয় নর্ম সখিগণে
সমর্পণ করিবে আমায়।।