হাসিমুখ ধনী রাধা বিনোদিনী
চাহিয়া শ্যামের পানে।।
পূর্ণ হল কাম যতেক কামনা
যে সুখ আছিল মনে।।
তাহা বিধি আনি ভালে মিলায়ল
কামনা পূরল আজি।
প্রেম পরশিয়া লালস পাইয়া
পশরা আনিতে সাজি।।
বিকি কিনি হল কদম্ব তলাতে
মনোরথ হল সিধি।
বেলা সে হইল ঘরে সে যাইতে
কহি শুন গুণনিধি।।
পুনঃ কালি মোরা পশরা সাজায়ে
আসিব মথুরা পথে।
গৃহ দূর পথ আছে অনুরথ
গুরু জনা বলে তাতে।।
হরষ বদনে কহ না সদনে
যাইতে গোকুল পুর।
চণ্ডীদাস বলে চলহ তুরিতে
পথ আছে বহু দূর।।