হাসি কেহ তবে সব গোপনারী
“আর কিবা নিতে আছে।
এ নব যৌবন কুল সমাপন
দিয়াছি তোমার কাছে।।
কায়মন চিতে বিধির বিধান
শরণ লইয়াছি।
আর কিবা চাহ আগে তাহা লহ
আমরা জানিয়াছি।।
তুমি তরু লতা মোরা ফল পাতা
তুলিয়া লইতে কি।
নহে অতি দূর বড় পরিশ্রম
তোমারে বলিব কি।।
এ তিল তুলসী তোমার চরণে
সঁপিয়াছি জাতিকুল।
তোমা বিনে আর কে আছে আমার
তুমি সবাকার মূল।।
তুয়া বিনে আন নাহি কোন জন
আর বা বলিব কেহ।
জনমে জনমে জীবনে মরণে
দিয়াছি আপন দেহ।।
যে কর সে কর আপন বড়াই
আমরা কুলের নারী।
আমরা জানিয়ে তুমি প্রাণপতি
শুনহ প্রাণের হরি।।
ঘরে পরিবাদ কলঙ্ক দুসারি
তোমার কারণে এত।
গুরুর গঞ্জনা লোকের তুলনা
এ সব সহি যে যত।।”
চণ্ডীদাস বলে শুনহ চতুর
রসিক নাগর কান।
পার কর হরি আগে লেহ তরি
ইহাতে নাহিক আন।।