হেথা কানু যত পার করি গোপী
গোঠেতে পড়িল মন।
কেমনে তা সবা কিরূপ কহিব
চলিতে বচন কন।।
চতুর মুরারি মনেতে ভাবিলা
ইহার উপায় এই।
করিল সৃজন কমল লোচন
চোরা বলি দুটি গাই।।
সেই গাই সনে চলিলা সঘনে
কানাই চতুরমণি।
গাভীর পুচ্ছেতে বাম কর দিয়া।
করিলা একটি ধ্বনি।।
হৈ হৈ রব শুনি ব্রজ শিশু
তুরিতে আইলা ধেয়ে
কোথা কার ভাবে গিয়েছিলে তুমি
কহিবে কানাই ভেয়ে।।
ভাণ্ডীর কাননে দিলা দরশনে
মিলিলা ব্রজের বালা।
কানুর বালক কহিছে সকল
তুমিহ কোথায় ছিলা।।
চণ্ডীদাস বলে কিবা সে বুঝিব
অপার যাহার লীলা।
কে পারে বুঝিতে কাহার শকতি
মূরতি রসের কালা।।