হেদে গো চেতনী বুড়া আহীরিণী

”হেদে গো চেতনী বুড়া আহীরিণী
ঝাড়হ লতার ছলে।
কি জানি দংশিল আসি কোন ঘাতে
জানি বিষকরে বলে।।
দেহ পানি পড়া দেহ নাড়া ঝাড়া
যদি বা ছুঁইল অঙ্গ।
বাঁধহ ধরণী শুন গোয়ালিনী
তিলেক না কর ভঙ্গ।।
ঝাড়হ চৌসাপা বলি ধর্ম্ম বাপা
চন্দ্র সূর্য্য করি মেলা।
নিদান বিদান পানী সার আন
ঝাড়হ আমার বালা।।”
তথাপি না হয় তিলেক চেতন
তৈছন রহল রাই।
পানীসার ভালে বিষ নাহি জালে
নাহি সম্বরণ পাই।।
নানা সে উপায়ে ঝাড়িল সবাই
না হয় কণ্ঠহি বোল।
মুদিত নয়ন বয়ান বচন
মরমে আছয়ে ভোর।।
কোন সহচরী চামর ঢুলায়
শীতল বলিয়া গায়।
সরোরুহ দল আনি বিছাওল
রাই শুতায়ল তায়।।
মলয় চন্দন করয়ে লেপন
শীতল হইবে বলি।
অঙ্গে উঠে জ্বালা শুখাইতে ত্বরা
গরল সমান ভেলি।।
বহু মন্ত্র তন্ত্র করিলা বন্ধন
চেতনা নাহিক মানি।
এ কথা কেহ সে জানিতে না পারে
চণ্ডীদাস কিছু জানি।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ