হেরলো সজনী কদম হেলিয়া, ত্রিবেণীতে বাজে বীণা প্রাণবন্ধু রসিয়া।
মুই গেল যমুনার জলে, কুম্ভটী সঙ্গে নিয়া । (প্রাণবন্ধু রসিয়া)
আচম্বিতে বংশী ধ্বনি গেল হৃদে বিন্ধিয়া।
বাঁশী না হয় ভেরী না হয় সর্পে দিল ছুয়া,
ঢলিয়ে পড়ে কাঞ্চনবালা আপনি-আপন হারিয়া। (প্রাণবন্ধু রসিয়া)
উঝা গুণীর সাধ্য কি হয় বিষ নামাইতে ঝাড়িয়া,
যে দিয়াছে বিষের দারু সে যদি না যায় নিয়া। (প্রাণবন্ধু রসিয়া)
তোমার নামে সুরধুনী, উজান চলে নাচিয়া,
যে নামিল মুতি নিল ঐ নদীতে ডুবিয়া। ( প্রাণবন্ধু রসিয়া)
জহুর বলে দিনত গেল ভাবে ভাবে চলিয়া,
জীতে না দেখিলেরে প্রাণ কি ভরসা মরিয়া।