অঙ্গুলে চিবুক ধরই বর-কান।
অনিমিখে নিরখত রাই-বয়ান।।
ঘন ঘন হেলন অঙ্গে।
চুম্বনে অমিয়া বরিখে কত রঙ্গে।।ধ্রু।।
কঞ্চুক-ওর নাহ যব ধরই।
নব-ঘন বেড়ি বিজুরি জনু রহই।।
সকরুণ-বচনে সমঝাই গোরি।
মধুপুর গমন করব দিন থোরি।।
শুনইতে গোরি পড়ল মুরছাই।
কনক-কমল জনু খিতি অবগাই।।
অনুখণে চেতনে নাহ-মুখ হেরই।
রাসানন্দ ধৈরজ নহি ধরই।।