• অঙ্গুলে চিবুক ধরই বর-কান
    অঙ্গুলে চিবুক ধরই বর-কান। অনিমিখে নিরখত রাই-বয়ান।। ঘন ঘন হেলন অঙ্গে। চুম্বনে অমিয়া বরিখে কত রঙ্গে।।ধ্রু।। কঞ্চুক-ওর নাহ যব ধরই। নব-ঘন বেড়ি বিজুরি জনু রহই।। সকরুণ-বচনে সমঝাই গোরি। মধুপুর গমন করব দিন থোরি।। শুনইতে গোরি পড়ল মুরছাই। কনক-কমল জনু খিতি অবগাই।। অনুখণে চেতনে নাহ-মুখ হেরই। রাসানন্দ ধৈরজ নহি ধরই।। keyboard_arrow_right
  • বিলসই শ্যাম সুধামুখি কাননে
    বিলসই শ্যাম সুধামুখি কাননে কেলীকৌতুকে মাতি। মধুপুর-জনিত যে দুখ উপজায়ল সো বিসরল প্রেম-ভাতি।। ভাল আলিঙ্গন চুম্বন ভাল। মরকত কনক-লতা জনু বেড়ল উজোর তরুণ-তমাল।।ধ্রু।। চুম্বনে বদন বদন রহু সঙ্ঘিত বরিখত তহিঁ প্রেম-নীর। নব-ঘন বেড়ই জনু সৌদামিনি দরশি রহল তহি থীর। নীল-সরোজ বরণ আধ কাঞ্চন হেরইতে দুহুঁ-মুখ-চন্দ। পিবইতে নয়নে সোই রূপ-মাধুরি তৃষিত-চাতক রাসানন্দ।। keyboard_arrow_right
  • মাথুর-বিরহে বিয়োগিনি কামিনি
    মাথুর-বিরহে বিয়োগিনি কামিনি রোখে অগোরল কান। গোকুল-নগর তেজি কিয়ে প্রাতরে মাথুর করবি পয়ান।। ঐছন মরম শিখায়ল কোই। রোপই তরুয়া তরুণ বেলে ঘাতন তুহে সমুচিত নাহি হোই।।ধ্রু।। গুরুজন কুবচন যোই কহল সব সো আভরণ করি মান। সো সব কুবচন অবহি শেল ভেল কৈছনে ধরব পরাণ।। গুরুজন-নিয়ড়ে সবহুঁ করু কলরব শ্যাম সোহাগিনি রাই। তাকর ক্লেশ-লেশ অব না […] keyboard_arrow_right
  • মাধব তুহে হম বিদগধ জান
    মাধব তুহে হম বিদগধ জান। মানিনি-মান-মরম যদি না বুঝলি ইথে কি রসিকপন মান।।ধ্রু।। গুণি-জন হোই সোই সব জানত যৈছন প্রেমক রীত। তুহুঁ সে গোঙার পর নারি পরশবি কে এত সহয়ে অনীত।। বিদগধ জানি আনি তুহে সোঁপলুঁ সে হেন গুণবতি নারি। তুহুঁক রীত হেরি ভই গেও বিরকত না হেরই বদন তুহারি।। আপহি আপে কহায়সি চতুর না […] keyboard_arrow_right
  • মান-ভরমে হাম কুবোলহি বোললুঁ
    মান-ভরমে হাম কুবোলহি বোললুঁ সো মঝু করমক দোষ। সো অপরাধ লাগি কিয়ে যায়বি মাথুর মুঝে করি রোষ।। মধুপুর-নগরে রমণি কিয়ে পরখিতে করবি শপতি তুহুঁ কান। সহচরি-বৃন্দে নিন্দি মোহে গঞ্জব নট করু তুয়া অভিমান।। করে কর লেই শিরসি পরশায়ই শপতি করায়ল গোরি। মধুপুর যায়বি নিকটহি আয়বি কহবি কপট-গুণ ছোড়ি।। এতহুঁ সম্বাদ কহল যব কামিনি শ্রবণহি শূনল […] keyboard_arrow_right
  • সখি মন কেন এমন হৈল
    (সখি) মন কেন এমন হৈল। মন এমন নাহি ছিল।। মনকে কে কি কর্যা দিল। কাহার সঞে বাদ ছিল।। কে বাদ সাধিয়া নিল। পিরীতে বিচ্ছেদ কৈল।। না দেখিলে ফাটে প্রাণ। দেখিলে বাড়য়ে মান।। মান ভুজঙ্গ হবে। উলটি আমারে খাবে।। রাসানন্দ কহে শুন বাণী। পুন আসি মিলব আপনি।। keyboard_arrow_right
  • হরি হরি কি পুছসি ক্রন্দন-রীত
    হরি হরি কি পুছসি ক্রন্দন-রীত। সো বিনি দোখে রোখে পরিবাদল অতয়ে বেয়াকুল-চীত।।ধ্রু।। কাহে হাম বোলব কো দুখ জানব কো পরবোধব রাধা। কো মৃত দেখি জিবন পরকাশব বিঘটন করই সমাধা।। গণি গণি এহ থেহ নহি পায়ই বৈঠল কুঞ্জ-কুটীরে। তৈখনে আয়ল তুহুঁ সম্বাদলি সুধা-রসে সেঁচলি শরীরে।। সো যদি হেরি পুনহি মোহে দোখই তব কিয়ে হোয়ব মোর। রাসানন্দ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ