বিলসই শ্যাম সুধামুখি কাননে কেলীকৌতুকে মাতি। মধুপুর-জনিত যে দুখ উপজায়ল সো বিসরল প্রেম-ভাতি।। ভাল আলিঙ্গন চুম্বন ভাল। মরকত কনক-লতা জনু বেড়ল উজোর তরুণ-তমাল।।ধ্রু।। চুম্বনে বদন বদন রহু সঙ্ঘিত বরিখত তহিঁ প্রেম-নীর। নব-ঘন বেড়ই জনু সৌদামিনি দরশি রহল তহি থীর। নীল-সরোজ বরণ আধ কাঞ্চন হেরইতে দুহুঁ-মুখ-চন্দ। পিবইতে নয়নে সোই রূপ-মাধুরি তৃষিত-চাতক রাসানন্দ।।
keyboard_arrow_right