মাধব তুহে হম বিদগধ জান।
মানিনি-মান-মরম যদি না বুঝলি
ইথে কি রসিকপন মান।।ধ্রু।।
গুণি-জন হোই সোই সব জানত
যৈছন প্রেমক রীত।
তুহুঁ সে গোঙার পর নারি পরশবি
কে এত সহয়ে অনীত।।
বিদগধ জানি আনি তুহে সোঁপলুঁ
সে হেন গুণবতি নারি।
তুহুঁক রীত হেরি ভই গেও বিরকত
না হেরই বদন তুহারি।।
আপহি আপে কহায়সি চতুর
না জানসি প্রেম-পরিপাটি।
অবিচারে প্রেম-ভঙ্গ-ভয়ে মরতহি
রাসানন্দ জিউ ফাটি।।