হরি হরি কি পুছসি ক্রন্দন-রীত।
সো বিনি দোখে রোখে পরিবাদল
অতয়ে বেয়াকুল-চীত।।ধ্রু।।
কাহে হাম বোলব কো দুখ জানব
কো পরবোধব রাধা।
কো মৃত দেখি জিবন পরকাশব
বিঘটন করই সমাধা।।
গণি গণি এহ থেহ নহি পায়ই
বৈঠল কুঞ্জ-কুটীরে।
তৈখনে আয়ল তুহুঁ সম্বাদলি
সুধা-রসে সেঁচলি শরীরে।।
সো যদি হেরি পুনহি মোহে দোখই
তব কিয়ে হোয়ব মোর।
রাসানন্দ তবহি সমুঝায়ব
তব না পড়ব ফের ভোর।।