(সখি) মন কেন এমন হৈল।
মন এমন নাহি ছিল।।
মনকে কে কি কর্যা দিল।
কাহার সঞে বাদ ছিল।।
কে বাদ সাধিয়া নিল।
পিরীতে বিচ্ছেদ কৈল।।
না দেখিলে ফাটে প্রাণ।
দেখিলে বাড়য়ে মান।।
মান ভুজঙ্গ হবে।
উলটি আমারে খাবে।।
রাসানন্দ কহে শুন বাণী।
পুন আসি মিলব আপনি।।