সখি তুঁহু মাধব নিকট গমন করি
তুরিতহিঁ এমতি করবি চতুরাই।
যদবধি গগনে উদিত নহে সো-বিধু-
হরি অভিসারবি সময় জানাই।।
মদন দহনে তনু অবরিত দাহই
পরাণক দুখ তুহুঁ জানসি চীত।
ইহ তাহে নাহি জানাওবি অন্তর
হাস যাহে কুলবতি পথে উপনীত।।
এত শুনি দুতি চলল অবিলম্বনে
আসি ভেল উপনীত কানুক পাশ।
নয়ন তরঙ্গে সকল সমুঝায়ল
কহে পুন হেরি কুমুদ পরকাশ।।
কুমুদিনি গুণ পরি- মলে জগ জীতল
কাহে বিলমায়ত শ্যামল ভৃঙ্গ।
দূতিক বচনে চলল বরনাগর
তুরিতহি গৌর চলল তছু সঙ্গ।।