সুবল বোলে গোঠে আল্যা
হাতের বেণু কোথা।
হেঁট মাথে রৈছ কেন
কও না মনের কথা।।
তোমাকে কহিতে ভাই
নাই কোন ডর।
সেই দিন গেছিলাম আমি
আয়ানের ঘর।।
আয়ানেরে না দেখি ঘরে
নির্ভয় হইয়া।
রাই কোলে শুয়্যাছিলাম
কাপড় মুড়ি দিয়া।।
নিদ্রায় বিভোল আমি
আনন্দিত মনে।
কি জানি পাপিষ্ঠ মাগী
ছিল কোনখানে।।
আচম্বিতে আসি মাগী
ঘুচালো কাপড়।
বেণু ফেল্যা পালাইলাম
হইয়া ফাঁফর।।
লোচন বোলে এই মর্দ
এত তোমার ভয়।
কি করিত ঠেটা বুড়ী
মায়্যা বই তো নয়।।