মাথুর-বিরহে বিয়োগিনি কামিনি
রোখে অগোরল কান।
গোকুল-নগর তেজি কিয়ে প্রাতরে
মাথুর করবি পয়ান।।
ঐছন মরম শিখায়ল কোই।
রোপই তরুয়া তরুণ বেলে ঘাতন
তুহে সমুচিত নাহি হোই।।ধ্রু।।
গুরুজন কুবচন যোই কহল সব
সো আভরণ করি মান।
সো সব কুবচন অবহি শেল ভেল
কৈছনে ধরব পরাণ।।
গুরুজন-নিয়ড়ে সবহুঁ করু কলরব
শ্যাম সোহাগিনি রাই।
তাকর ক্লেশ-লেশ অব না হেরয়ে
কৈছনে সো বিছুরাই।।
এতহু বচন যব শূনল নাগর
তবহিঁ কয়ল তাহে কোর।
রাসানন্দ-আশ অব পূরল
সুখ-সায়রে নহি ওর।।