অতি সে আকুল দেখিয়া বিকল
সে নব কিশোরী রাই।
অতি দুরন্তর মানেতে মোহিত
কিছু না বোলয়ে তাই।।
“সে কোন কামিনী কুলের রমণী
কেমন তাহার কাজ।
সবারে তেজিয়া বঁধুরে লইয়া
বিহরে বনের মাঝ।।
একে বিরহিণী বিয়োগ-বিরাগে
তাহে ভেল অতি বিরাগী।
যে আছে মরমে তাহা সে করিব
যদি বা পাইয়ে লাগি।।
সে এত ব্যথিত এ সব থাকিতে
সে হইল এতেক ভাল।
এই অনুরাগে রাগিনী অন্তরে
বিয়োগ উঠিয়া গেল।।”
সেই পথে চলি যায় সবে মিলি
রাধার সঙ্গেতে দেখা।
সেই গোপনারী মূর্চ্ছিত হইয়া
পড়িয়া আছিল একা।।
চণ্ডীদাস বলে– শুন বিনোদিনি
ইহার ঐছন দশা।
নিষ্ঠুর বচন কহিতে ইহার
পাইলা পরভাষা (?) ।।