অত শুনি চন্দ্রাবলী আনন্দিত হৈঞা।
শ্যাম-কর ধরি চলে সখীগণ লঞা।।
আপনার কুঞ্জতরে প্রবেশ হইল।
কুসুম পালঙ্কে দুঁহা আনন্দে বসিল।।
জানি সখী শৈব্যা পদ্মা অন্তর হৈতে।।
যায় যেই কুঞ্জে গিয়া রহিল জাগ্রতে ।।
একে হাস পরিহাস কৌতুক বচন।
প্রেমোন্মাদে মত্ত প্রিয়া প্রিয় আলিঙ্গন।।
দুইজনে লীলা করে আনন্দিত মনে।
চণ্ডীদাস বোলে কালা পড়িল বিষমে।।