অধর স্বরূপে, মূলাধারে রূপ রয়েছে, স্বধনে শ্যাম গউর হয়েছে।।
এবার শান্ত রতি যার হয়েছে, পঞ্চগুণ ধ’রে সে রূপ দেখেছে।।
স্বরূপ-শক্তি ক’রে সার, যাতে গোলকের আকার,
ও সে রূপ-উদ্দেশে রূপের দেশে নিহেতু নিহার,
ও যার সাধনের গুণ হৃদয়ে আছে, সে মধুর রূপে বর্ত করেছে।।
বিন্দুকোণের কিরণে মাতায় এ ত্রিভুবনে,
প্রেমানন্দে নিরানন্দ তার ঘুচে’ গিয়াছে।
ও যে বর্তমানে নিত্যসেবা সার ক’রে ব’সে আছে।।
সর্পের খোলসেরি প্রায় খসিয়া পড়িবে কায়,
সহচরী এসে করে ধ’রে শ্রীরূপের পদে দেয়,
অধীন পাঞ্জ বলে, বৈষ্ণব-দ্বারে জানি, মোর কপালে কি আছে।।